নুরুল হোসাইন, টেকনাফ:
টেকনাফে মেরিন ড্রাইভে এম আব্দুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
১৭ নভেম্বর রবিবার সাড়ে ৯টার দিকে মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ বাহাড়ছড়া ইউনিয়নের জাহাজপুরা অন্তর্গত মোটরসাইকেল ও জালটানা তলিতে ধাক্কা লাগিয়ে এম আব্দুর রহমান মারা যায়।
উখিয়া মরিচ্যা পালন ইউনিয়নের রুখমাঁ জনাব আলী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে
এম আব্দুর রহমান। সে টেকনাফ নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন।
টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই দস্তগীর হোসাইন জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফে আসার পথে মেরিন ড্রাইভ সড়কে একটি মোটরসাইকেল ও জালটানা তলিতে ধাক্কা লাগিয়ে নিহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।উক্ত ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।