নুরুল হোসাইন,টেকনাফ:
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ২ জন অপহরণকারী আটক ও অপহরণকৃত ২ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে।
৫ ডিসেম্বর ২০২৪ইং বেলা ১০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভাস্থ শাপলা চত্ত্বর এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে ২ জন ভিকটিমকে অপহরণ করিয়া নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ’র সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার একটি আভিযানিক টিম টেকনাফ পৌরসভার শাপলা চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে ২ দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, ১। জসিম উদ্দিন (২০), পিতা-আব্বাস উদ্দিন, ২। মোঃ হাসান (২৫), পিতা- সালেহ আহমদ, উভয় সাং-রসিদ নগর, থানা-রামু, জেলা-কক্সবাজার।
আটককৃত ব্যক্তিদের হেফাজত হইতে ভিকটিমরা হলেন ১। মো. আকাশ (২০), পিতা-সামসু, সাং-মালগ্রাম, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, বর্তমান সাং-পাহাড়তলী বউ বাজার, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার ২। রহমত উল্লাহ (১৮), পিতা-মোঃ হাসিম, মাতা-হামিদা বেগম, সাং-পাহাড়তলী বউ বাজার, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গত দুইদিন আগে কক্সবাজার পাহাড়তলী এলাকা থেকে মিশুক গাড়ীর ড্রাইভার মো. আকাশ ও হেলপার রহমত উল্লাহ নামের ০২ (দুই) জন ভিকটিমকে আসামীরা সাবরাং নয়াপাড়া সাকিনের একটি বন্দিশালায় আটক করে রেখে মালয়েশিয়া পাচার করতে চেয়েছিলো। ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফাতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।