এম আর আয়াজ রবি,কক্সবাজার:
টেকনাফের বঙ্গোপসাগর অংশে মাছধরারত অবস্থায় ধরে নেওয়া ২৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ( এ এ)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে অপহৃত জেলেদের নিয়ে টেকনাফ পৌরসভাস্থ টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে পৌঁছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা। সেসময় মিয়ানমারের নাগরিক, যারা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করা, পরে মিয়ানমার চলে যাওয়া ১৪ জনকেও ফেরত দিয়েছে বাংলাদেশ বিজিবির কাছে। পরে ফেরত আসা জেলেদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি।
অপহৃত জেলেদের ফেরত আনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “”বঙ্গোপসাগরে নাফ নদে মাছ শিকারের সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এসময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় নৌকাসহ ২৯ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়। পরে আমরা তাদের (আরকান আর্মি) সাথে যোগাযোগ শুরু করি। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে জেলেদের ফেরত আনা হয়েছে”।
ফেরত আসা জেলেদের একজন জানান, “গত বৃহস্পতিবার আমাদের নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তখন তারা আমাদেরকে বলে, অবৈধভাবে আমাদের জলসীমায় মাছ শিকারের অপরাধে আপনাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে”। তিনি আরো যোগ করেন, তারা শারীরিক নির্যাতন না করলেও ঠিকমতো খাবার দেয়নি আমাদের।
ফেরত আসা জেলেদের অন্য একজন বলেন, “আমাদের বাপ দাদারা আজীবন নাইক্ষ্যংদিয়াই সীমান্তে মাছ শিকার করে আসছে। সেই জায়গায় আরাকান আর্মি চাপ সৃষ্টি করতেছে। যুগ যুগ ধরে জেলেরা সে স্থানে মাছ শিকার করে আসছিল। সে সূত্র ধরেই আমরা সেখানে মাছ শিকারে যাই”।
এ বিষয়ে নৌকার মালিক জনৈক রহমান বলেন, “গত বৃহস্পতিবার সাগর থেকে মাছ শিকার করে নাফনদী দিয়ে ফেরার সময় নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়। অবশেষে বিজিবির প্রচেষ্টায় এক সপ্তাহ পর জেলেদর ফেরত আনা হয়েছে। তবে জেলেদের ব্যবহৃত নৌকা আর জালগুলো ফেরত দেয়নি। তাছাড়া নাফনদী ও সাগরে এ ধরনের ঘটনায় বেড়ে যাওয়ায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে”।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ”বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৯ জেলেকে ফেরত আনা হয়েছে। জেলেরা গত ১১ ও ২০ ফেব্রুয়ারি মাছ শিকারে গেলে ভুলবশত সীমান্ত অতিক্রম করে। এসময় তাদের ৬টি ইঞ্জিন চালিত বোটের ২৯ জন জেলেকে আরাকান আর্মি আটক করে। এরপর তাদের ফেরত আনতে কাজ শুরু করে বিজিবি। অবশেষে তাদের ফেরত আনা হয়েছে। তবে ফেরত জেলেদের মধ্য ১৪ রোহিঙ্গা রয়েছে। যারা বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা”।