নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ সদর ইউনিয়নের দঃ ডেইল পাড়া ৬ নং ওয়ার্ডের দিল মোহাম্মদ কালু প্রকাশ অস্ট্রিলিয়া মোঃ ইমরান হোছন একসময় টেকনাফে রিকশার গ্যারেজের মিস্ত্রি হিসেবে কাজ করতেন।কিন্তু সেই কাজ বাদ দিয়ে জড়িয়ে পড়েন ইয়াবা কারবারে।শুরুতে ৫জনকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ইয়াবা সিন্ডিকেট। ইয়াবা বিক্রি করে খুব অল্প সময়ে ধনী হয়ে ওঠেন। শুধু তা-ই নয়, অবৈধ উপায়ে অর্জিত অর্থের বড় একটি অংশ পাচার করেন বিদেশে।
স্থানীয়রা জানান, মাদকের কারবার করেই কোটি কোটি টাকা কামিয়েছে ইমরান। বর্তমানে পৌরসভার শীলবনিয়া পাড়া এলাকায় ৫তলা ভবনের মালিক হন ইমরান। তিনি কুমিল্লা থানায় একলক্ষ ইয়াবা নিয়ে নিজস্ব গাড়ী সহ আটক হয়। ইয়াবার গডফাদার ইমরান বিরুদ্ধে ৩/৪ টি মাদক মামলা চলমান আছে। জানা যায়, বর্তমানে মোঃ ইমরানের নেতৃত্বেই মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান দেশে ঢুকছে।
টেকনাফ কেন্দ্রিক মাদক ব্যবসায় ১০-১৫ সদস্যের একটি সিন্ডিকেট চালায় মোঃ ইমরান। মোঃ ইমরান অনেক সময় মামলার আসামী হয়ে ইয়াবাসহ গ্রেপ্তার হন। বর্তমানে ইয়াবার টাকায় রাজনীতির তকমা লাগিয়ে নৌকাকে ডুবার জন্য ঈগলের সমর্থনে বিভিন্ন এলাকায় টাকা বিতরন করে যাচ্ছেবলে জনশ্রুতি রয়েছে অথচ দেখার কেউ নেই।