রিয়াজ উদ্দিন:
কক্সবাজার সদরের ঝিলংজার মুক্তারকুল কবরস্থানের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল্লাহ আল ফয়সাল (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার মুক্তারকুল কবরস্থানের সামনে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল্লাহ আল ফয়সাল(৩০) রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মৃত ফরিদ আহমদের পুত্র। পরিবারে তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, ঝিলংজার মুক্তারকুল কবরস্থানের সামনে একটি মোটরসাইকেলে করে এক যুবক রামু থেকে কক্সবাজার যাওয়ার পথে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে জোরে ধাক্কা দিয়ে মুক্তারকুল কবরস্থানের পূর্ব পাশে চাষী জমিতে গাড়িসহ তাকে ফেলে পালিয়ে যায় কাভার্ড ভ্যান চালক। আমরা তাকে ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলটিও সরিয়ে নিয়েছে কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।
হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা এ এস আই জহির বলেন, আজ সন্ধ্যায় ৫টা ৩৫ মিনিটে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল কেন্দ্রীয় কবরস্থানের সামনে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পরিবাহী কাভার্ড ভ্যান রামু থেকে কক্সবাজার যাওয়া একটি মোটরসাইকেলকে জোরে ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যান চালক পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ৯৯৯ ফোন করলে কক্সবাজার সদর মডেল থানার ওসি রামু ক্রসিং হাইওয়ে পুলিশকে অবহিত করলে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। গিয়ে দেখি মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটি কবরস্থানের পূর্ব পাশে চাষী জমির মধ্যে রক্ত মাখা মোটরসাইকেল। এলাকার প্রত্যক্ষদর্শী থেকে জানতে পারি তারা মোটরসাইকেল চালককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। উল্লেখ্য যে, মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটি বর্তমানে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
মৃত আব্দুল্লাহ আল ফয়সালের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।