শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে শান্তি সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডঃ রেজা।

রিয়াজ উদ্দিন, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৮৪ বার পঠিত

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

বিএনপি-জামাতের সহিংসতা, নৈরাজ্য ও বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও শেখ হাসিনার উন্নয়নের বার্তা কক্সবাজার জেলায় জনসাধারণের মাঝে পৌঁছানোর লক্ষ্যে শান্তি মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ ছৈয়দ রেজাউর রহমান।

সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় শহরের  বাহারছড়া এলাকা থেকে রেজার নেতৃত্বে হাজারো নেতা-কর্মীরা মিছিল নিয়ে ও মোটরসাইকেল যোগে শহরের প্রতিটি প্রান্তরে প্রধানমন্ত্রীর বাস্তবায়নকৃত উন্নয়নের বার্তা পৌঁছে দেয় ।

দলীয় নেতা-কর্মী ও জনসাধারনের পদচারনায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠে শহরের অলিগলি।

কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, কক্সবাজার সদর-রামু-৩ আসনের  আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডঃ ছৈয়দ মোঃ রেজাউর রহমান দলীয় নেতা-কর্মীদের স্বাগত জানান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন শেখ হাসিনার হাত ধরেই বাস্তবায়নের প্রতিচ্ছবি তুলে ধরেন।

এসময় ‘বারবার দরকার উন্নয়নের সরকার’‘বারবার দরকার শেখ হাসিনার সরকার’ নৌকার কোন বিকল্প নেই’ এমন সব স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে শোভাযাত্রা।

 

কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ ছৈয়দ মোঃ রেজাউর রহমানের উদ্যোগে শান্তি সমাবেশটি সফলভাবে সম্পন্ন করে।

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন নৌকার বিজয় হবে তার প্রতিচ্ছবি এবং  সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে শেখ হাসিনার জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

 

শান্তি মিছিলে এডঃ রেজার নেতৃত্বে ১৫০ এরও বেশি  মোটরসাইকেলের একটি বিশাল শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার বাহারছড়া পিটিআই স্কুলের এলাকা হয়ে শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে এসে শোভাযাত্রা শেষ হয়।

 

এই শোভাযাত্রায় কক্সবাজার জেলা, শহর ও সদর উপজেলা ছাত্রলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs