বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জালালাবাদে ঘটক শুক্কুরের জমি জবর দখল চেষ্টার অভিযোগে -রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা  চকরিয়ায় বনের হরিণ শিকার করে জবাই!নিরব সংশ্লিষ্ট বনবিভাগ রামু প্রেস ক্লাবের কমিটি গঠিত: সভাপতি কাশেম, সাধারণ সম্পাদক ফরমান পিএমখালীতে ওএমএসের চাল পাচারের সময় ডিলারসহ ২১ বস্তা চাল জব্দ। বিশ্ব মুসলমানদের ঐক্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল প্যানোয়া নিউজের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পেলেন সরওয়ার সাকিব মাদকাসক্ত ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু খুন! চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ

জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের দাবিতে কুতুবদিয়া ধরা’র সাইকেল র‍্যালি।

এম. শহীদুল ইসলাম, কুতুবদিয়া
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

এম. শহীদুল ইসলাম, কুতুবদিয়া:

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতাীয় সংগঠন ” ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন(কেডিএসএ)র যৌথ উদ্যােগে বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচীর আওতায় জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থ প্রদান এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে কুতুবদিয়ায় বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ এলাকা থেকে অর্ধশতাধিক সাইকেলিষ্ট বাইসাইকেল নিয়ে কুতুবদিয়া নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার শহিদ উল্লাহর নেতৃত্বে এই র‍্যালী শুরু হয়। র‍্যালীটি দ্বীপের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে সংগঠনের আহবায়ক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সদস্যসচিব শিক্ষক মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট কুতুবদিয়া প্রকল্প প্রকৌশলী তানভীর আহমদ প্রমূখ।

উপজেলার কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবের বিপর্যয় থেকে পৃথিবী কে রক্ষা করতে বর্জ্য ও কার্বন নির্গমন কমিয়ে আনা সহ জলবায়ু ইস্যু নিয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী নীতিনির্ধারকদের প্রতি আহবান জানান।

 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরমান হোসেন বলেন, পরিচ্ছন্ন জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানির উৎস গুলোর অর্থায়নসহ অন্যান্য ক্ষতিকর জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসতে হবে এবং জলবায়ু ক্ষতিগ্রস্থদের পূণর্বাসনের করার আহবান জানান।

সংগঠনের আহবায়ক এম. শহীদুল ইসলাম বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কঠিন অভিঘাত থেকে মুক্তির জন্য জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিত্যাগে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এবং এই শিল্পের উপর নির্ভরশীল কর্মী এবং সম্প্রদায়গুলির জন্য একটি ন্যায়সঙ্গত স্থানান্তর নিশ্চিতের দাবি জানান। তাছাড়া প্যারিস চুক্তির প্রতিশ্রুতি মতে দ্রুত জলবায়ু পরিবর্তনের অর্থায়ন প্রদানের আহবান করেন।

র‍্যালি এবং সমাবেশে আরো উপস্থিত ছিলেন, নুরুল কাদের, জামশেদ আলী, রাহাত, মোরশেদ, তাইমুল আরমান, মোঃ জামশেদসহ সংগঠনের নেতাকর্মী এবং একঝাঁক তরুন সাইকেলিষ্টসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
১০

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs