…
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়পাড়ার পশ্চিমে ইমাম বুখারী মাদরাসার পূর্বে বড়খিল এলাকায় মিছবাহ উদ্দিনের ক্রয়কৃত জমি সংক্রান্ত বিষয়ের জেরধরে সংবাদ মাধ্যমে সন্ত্রাস ও রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত রয়েছে বলে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন মিছবাহ উদ্দিন। তিনি এক প্রতিবাদ বলেন,”পার্বত্য নিউজ ও সিএনআই”নামে দু’টি নিউজ পোর্টালে “টেকনাফে আধাপাকা ধান কেটে নিলো দুর্বৃত্তরা” অপরটিতে “এবার আধাপাকা ধান কেটে নিলো সেই দুর্বৃত্তরা” শিরোনামে দুইটি নিউজ প্রকাশিত হয়েছে। সেখানে আমাদের পরিবারকে সন্ত্রাসী ও মাদক পাচারের সাথে জড়িত বলে প্রকাশ করা হয়েছে। এই ভিত্তিহীন বানোয়াট নিউজের জোর প্রতিবাদ জানাচ্ছি।
মূলত; মোহাম্মদ আলী নিজেই একজন ভূমিসদ্যু ও মাদক কারবারি। অথচ তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
প্রকৃত ঘটনা হচ্ছে,আমি যেখানে জমি ক্রয় করেছি সেটার দাগ নম্বর এবং মুহাম্মদ আলীর জমিনের দাগ নম্বর সম্পূর্ণ ভিন্ন। তার জমির দাগ নম্বরের সাথে আমার জমির দাগের কোনো মিল নেই। তবুও মুহাম্মদ আলী জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় সংবাদ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
প্রতিবাদ লিপিতে আরও বলেন,
আধাপাকা ধান কেটে নিয়ে অর্ধলক্ষ্য টাকার যে ক্ষয়ক্ষতির কথা নিউজে প্রকাশ করা হয়েছে, সেটা একেবারেই ডাহা মিথ্যা কথা। আমার জমিতে আমিই ধান রোপন করেছি, ধান পেকে যাওয়ায় আমার রোপিত ধান আমরাই কেটে এনেছি। মুহাম্মদ আলীর জমিতে কোনোদিন পা দেয়নি এবং দেবোও না।
কাগজপত্রে জমি না পেয়ে মুহাম্মদ আলী আমার পরিবারের বিরুদ্ধে অনর্থক অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচারের আবারো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
যারা এভাবেই সাধারণ মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানহানি করছে সেসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন এবং মিছবাহ উদ্দিনের পরিবারের বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানান তিনি।
প্রতিবাদকারী:
মিছবাহ উদ্দিন
কুতুবদিয়া পাড়া,হোয়াইক্যং,টেকনাফ।