সংবাদ বিজ্ঞপ্তি:
আমি মো: শহীদুল্লাহ, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট। আমার মক্কেল ১। সাইফুল করিম সোহেল, পিতা- শহীদুল ইসলাম, ২। আব্দুল কাদের, পিতা- মোস্তাক আহমেদ, ৩। মো: মোজাহেদুল ইসলাম, পিতা- ইছহাক ও ৪। ফয়েজুল করিম মোর্শেদ, পিতা- শহীদুল ইসলাম, সর্ব ঠিকানা- গোরকঘাটা, চরপাড়া, মহেশখালী পৌরসভা, কক্সবাজার, কক্সবাজার পৌরসভাস্থা গোলদীঘির দক্ষিণ ও পূর্বপাড় এলাকার যতিশ চন্দ্রের ছেলে অনিল কুমার দে এর মালিকানাধীন নিন্ম তফসিলভুক্ত নাল জমি ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।
যদি এই জমির মালিকানা সংক্রান্ত কারো কোন আপত্তি বা দাবি-দাওয়া থাকে, তাহলে আগামী ৭(সাত) দিনের মধ্যে নিচের মোবাইল নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
তফসিল:
মৌজা: খুরুশকুল, জেএল নং- ১৬, থানা/উপজেলা: কক্সবাজার সদর, জেলা: কক্সবাজার।
বি.এস খতিয়ান নম্বর: ২০৪৪,
দাগ নম্বর: ১২৩৫৭
জমির পরিমাণ: ১৬ (ষোল) শতক
নিবেদক:
মো: শহীদুল্লাহ
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত
কক্সবাজার।
মোবাইল: ০১৮২৭-৬১৯০৪৮