শেফাইল উদ্দিন:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীতে জবর দখলের উদ্দেশ্যে হামলা ও সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগে উঠেছে। এ সময় জবর দখলকারীদের হামলায় একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার ( ৬ জুলাই) বিকাল ৩ টার দিকে ইউনিয়নের চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চৌফলদণ্ডী ইউনিয়নের চারা বটতলা এলাকার মনজুর আলমের ছেলে নুরুল আজিম ও তার অন্যান্য ভাইয়েরা বাড়ির পার্শ্ববর্তী ৩০ করা জায়গা ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছে। উক্ত জায়গার উপর লুলপ দৃষ্টি পড়ে স্থানীয় একটি চক্রের। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ১৫/২০ জনের সংঘবদ্ধ একটি চক্র দা,লাঠি নিয়ে জবর দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর ভাংচুর করে উক্ত জায়গায় খুটি লাগানোর চেষ্টা করে।এ সময় মালিক পক্ষের নুরুল আজিম এগিয়ে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। স্থানীয় লোকজন জড়ো হলে জবর দখলকারীরা নিস্ক্রিয় হয়ে যায়। নুরুল আজিম কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহত নুরুল আজিমের সাথে কথা হলে জানান, স্থানীয় তারেকের নেতৃত্বে একটি দল এ জবর দখল ও হামলা চালায়। সে আমার পার্শবর্তী জায়াগার মালিকের এক অংশীদার হতে জায়গা ক্রয় করে আমাদের জায়গা জবর দখলের চেষ্টা করে। আমাকে মারধর করে আহত করে। অভিযোগ উঠা তারেকের সাথে কথা হলে জানান, পার্শবর্তী জায়াগার মালিক ছৈয়দ নুর গংয়ের এক অংশীদার হতে সে জায়গা ক্রয় করে ।
পার্শবর্তী জায়াগার মালিক ছৈয়দ নুরের সাথে কথা হলে জানান, আমাদের অংশীদার হতে জায়গা ক্রয় করলে তারেক আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তার ক্রয়কৃত অংশ বের করে দেব। দিন দুপুরে আরেকজনের জায়গায় দেয়াল ভাংচুর ও জবর দখল চেষ্টা দুঃখজনক।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন দেয়াল ভাংচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন এটা স্থানীয় মেম্বার সহ বসে সমাধান করা হবে। মেম্বার মনজুর আলমের সাথে কথা হলে জানান, জায়গা সংক্রান্ত একটি বিরোধ নিয়ে বৈঠকের দিন ছিল । এ ঘটনার খবর শুনেছি স্থানীয় ভাবে বসে সমাধান করা হবে।
এলাকাবাসী রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।