জিয়াউল হক জিয়াঃ
চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের হয়ে খেলছেন আর প্রতিনিধিত্ব করছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ফুলছড়ি এলাকার আনিসুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম। ফাহিম ঈদগাঁও ক্রিকেট একাডেমি (ECA) নিয়মিত ক্রিকেটার বা খেলোয়াড়।
ঈদগাঁও ক্রিকেট একাডেমির কোচ শাহরিয়ার খাঁন জানান-আব্দুল্লাহ আল ফাহিম ডানহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান এবং ঈদগাঁও একাডেমির নিয়মিত খেলোয়াড়।সে ভদ্র,নম্র,পরিশ্রমি খেলোয়াড় বা ক্রিকেটার। ফাহিম নিজের পারফরম্যান্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টিমের নিয়মিত খেলোয়াড় হয়ে দলের প্রতিনিধিত্ব করছেন।সে বর্তমানে খুলনায় অবস্হান করছেন।সেখানে ভালো পারফরম্যান্স করতে পারলেই অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাবেন।যেমনিভাবে ফাহিম চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম ম্যাচে ব্যক্তিগত-১৫৬ রান ও ২য় ম্যাচে-৪৬ রান করে নিজ জেলা দলের ম্যাচ জয়ের সফলতার জন্য সর্বোচ্চ পারফরম্যান্স এটি।
“ফাহিম”যেন ক্রমান্বয়ে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের ভাল একজন খেলোয়াড় হিসাবে সুনাম অর্জন করতে পারে,অফুরন্ত দোয়া রইল এবং সার্বক্ষণিক সহযোগিতা করে যাব বলে জানিয়েছেন।