জিয়াউল হক জিয়াঃ
চকরিয়া পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইছহাক আর নেই,ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৫ বছর।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) ভোর ৫টার সময় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন।
মোঃ ইছহাক (৭৫) চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাঙ্গারমূখ-দিগরপানখালী এলাকার মরহুম আকবর আহমদ সওদাগর এর বড় ছেলে।সম্পর্কে আমার মামা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের দ্বিতীয় ছেলে হাফেজ মাওলানা জাহাঙ্গীর হাসান রিয়াদ জানান-আমার আব্বু গত ১০দিন ধরে রোজা রেখেছিল।গত মঙ্গলবার ও বুধবার রোজা রাখেনি।কিন্তু সুস্হ ছিল।তিনি প্রতিদিন মসজিদে গিয়েই নামাজ আদায় করতেন।বুধবার শেষরাত অর্থাৎ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আম্মুকে ডেকে দুই করে পানি পান করলো।পরে লেবু টিপে লেবুর রস চুষে খেয়ে বিছানায় শুইয়ে একটু পরে মাথাটা পশ্চিম দিকে হেলে যায়।এমতাবস্থায় আমার আম্মু,আব্বুর গায়ে হাত দিয়ে নেড়ে ডাকলে আর কোন জবাব দেননি।এভাবেই আমার আব্বু দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর ডাকে ছাড়া দেন,ইন্না-লিল্লাহি……রাজি
আজ বিকেল ৫টার সময় ভাঙ্গামুখ নুরানী কাফেলার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।জানাজার শেষে মসজিদের লাগোয়া সামাজিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।