জিয়াউল হক জিয়া,কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় মাছের রেণু রক্ষায় তৃতীয় ধাপে ফের অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য দপ্তর। এসময় প্রায় ২৭ শত মিঃ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে বদরখালী চ্যানেল ও মাতামূহুরী নদীতে অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন।তিনি জানান,মাছের পোনা,দেশের সোনা।মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য রেণু রক্ষার্থে বারবার নির্দেশনা দেওয়ার পরও মানছেনা রেণু গ্রাসী জেলেরা।তাই তৃতীয় ধাপে বিশেষ কম্বিং অপারেশন”২০২৫ উপলক্ষে ৩য় ধাপে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান নির্দেশনায় বদরখালি চ্যানেল ও মাতামুহুরি নদীতে পরিচালনা করা হয়।অভিযানকালে ৯টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয় যাহার আনুমানিক দৈর্ঘ্য ২৭০০ মি.। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সাব-মেরিন কর্মকর্তা ও বদরখালী নৌ-পুলিশ সহ সংশ দপ্তরের কয়েকজন কর্মচারী উপস্থিত ছিলেন।