চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় বদরখালী চ্যানেল ও মাতামূহুরী নদীতে বিশেষ কম্বিং অপারেশন ২৪শত মিঃ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করেন উপজেলার মৎস্য বিভাগ।
সোমবার ও রবিবার চকরিয়া উপজেলার মহেশখালী-বদরখালী সমুদ্রের চ্যানেল ও মাতামূহুরী নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন।তিনি জানান-সরকারীভাবে নিষেধাজ্ঞা আরোপ থাকার পরেও চ্যানেলে সহ নদীর বিভিন্ন পয়েন্টে বেহুন্দি জাল বসিয়ে মাছের রেণু ধরে মৎস্য বিস্তার ধরে করে।ফলে সমুদ্রে আর নদীতে আগের মত মাছের তেমন বংশ বিস্তার না হওয়াতে ক্রমান্বয়ে মাছ কমে যাচ্ছে।সুতরাং মাছের বংশ বিস্তার বাড়ানোর জন্য জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান মহোদয়ের নির্দেশক্রমে গত রবিবার ও সোমবার দিন অভিযান চালিয়ে বদরখালী চ্যানেল আর মাতামুহুরী নদী থেকে ৮টি বেহুন্দি জাল যার দৈর্ঘ্য ২৪শত মিঃ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ নৌপুলিশ-বদরখালী শাখার একটি উপস্থিত ছিলেন।