শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান

চকরিয়ায় বসতভিটার চলাচল পথ দখল করে সীমানা প্রাচীর করার চেষ্টার অভিযোগ

চকরিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পঠিত

চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চরস্হ এলাকায় মরহুমা মরিয়ম খাতুন সহ তার পূর্ব- পুরুষেরা যুগের পর যুগ শান্তিপূর্ণ ভাবে ওই জায়গায় স্হায়ীভাবে বসবাস করে আসছিল।কেননা মরিয়ম খাতুনের নামে ওই স্হানে বিএস ১৬৫৮ নং খতিয়ানের বিএস ৪৮০/১১৫৫৬,৪২৪/১১৫৫৭দাগের আন্দর ২৫.৩৩ শতক সতভিটার জমি রয়েছেন।বসতভিটার লাগোয়া চলাচল পথটিও মরিয়মের নামের জমির অংশ।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে চলাচল পথ দখল করে সীমানা প্রাচীর করার চেষ্টায় বড়-বড় গর্ত করেন আসমা বেগম গংরা। বাদীনি- মৃত নজির আহমদের মেয়ে মিনু আক্তার (৩৫) চকরিয়া থানায় ৪ জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন।
বিবাদীরা হলেন- ওই এলাকার মৃত ইছহাক মিয়া মেয়ে আসমা বেগম(৪০),শাহ জাহান বেগম (৫৫),মোঃ মিরাজ (৩৫) ও মোঃ ইমন (২২)।

মিনু অভিযোগ করেন- আমার নানী স্বত্ব মালিকানাধীন জায়গায় বর্তমানে আমরা বসবাস করেছি।আমাদের চলাচল পথ দখল নিতে লোভী আসমা পরিবার দীর্ঘ ৪/৫ ধরে চেষ্টা চালিয়ে আসছিল।কয়েক বার সামাজিক বৈঠক আর থানায় বৈঠক দিন ধার্য্য হলে,ঐদিন বিবাদী হাজির হয়না বলে ঝুলে থাকে বিচারকার্য।তাদের কোন এক আত্মীয় নাকি বিএনপির নেতা আর ভাই নাকি এডভোকেট আছে।তাদের কুপরামর্শে ভাড়াটিয়া লোকজন এনে আমাদের চলাচল পথ দখল করে সীমানা প্রাচীর করার চেষ্টায় বড়-বড় গর্ত করে হাঁটা-চলার বিঘ্নতা ঘটালে আমি থানায় অভিযোগ দায়ের করি।

ঘটনাস্থলে পুলিশ আর সংবাদকর্মী উপস্থিত হলে,এএসআই জুয়েল বিবাদী আসমাকে কাজ বন্ধ রেখে স্ব-স্ব ডকুমেন্ট নিয়ে শুক্রবার থানায় হাজির হতে অনুরোধ করেন।
এসময় আসমা বলেন-এই গুলো সরকারী খাস জায়গা। আমার ভোগ- দখলীয় জায়গাতে নিরাপত্তার জন্য আমি বাউন্ডারি দিচ্ছি।এবিষয়ে সামাজিক বিচার হয়েছে বলে কাজ করছি।ঠিক আছে থানায় যাব বলে এনএসআই জুয়েলকে প্রতিশ্রুতি দেন আসমা।পরে ক্ষণে একজন সংবাদকর্মী সীমানা প্রাচীরের ছবি উঠালে,হঠাৎ আসমার বাড়ী থেকে বের হওয়া আইনজীবী পরিচয়কারী এক ভদ্রলোক ক্ষিপ্ত হয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।পরে পুলিশ গিয়ে ওই সংবাদকর্মীকে সাথে নিয়ে আসেন।এসময় আইনজীবী পরিচয়কারী লোকটি এবিষয়ে সংবাদ প্রকাশ করলে,মামলা করে যুগের পর যুগ জেল কাটাবে বলে হুমকি দিয়েছেন।

চকরিয়া থানার এএসআই জুয়েল বলেন- অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।শুক্রবারে বৈঠকের মাধ্যমে এটি নিষ্পত্তি করা হবে।তবে বাদীর আনিত সংবাদকর্মীর সাথে একভদ্র লোক খারাপ আচারণ করেছে সত্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs