শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান

চকরিয়ায় একনারী রহস্য জনক মৃত্যু : লাশ উদ্ধার করে পুলিশ

স্টাফ রিপোর্টার,চকরিয়া
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত
প্রতীকী ছবি
স্টাফ রিপোর্টার,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেন পুলিশ।তবে মৃত্যুটি রহস্য উদঘাটন মরিয়া পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভাস্হ নিজ বাড়ী থেকেই লাশটি উদ্ধার করা হয়।
নিহত-মনোয়ারা(৫০)পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের আজিম উদ্দিন পাড়ার বাসিন্দা মৃত  শাহাব উদ্দিনের স্ত্রী। নিহত মনোয়ারা তার দ্বিতীয় স্ত্রী।তবে মৃত শাহাব উদ্দিনের স্হায়ী বাড়ী হল উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩নং মালুমঘাট বাজার পাড়া।
স্থানীয়রা জানান,পাশ্ববর্তী লোকজন শুক্রবার রাতে মনোয়ারা ঘরের দরজা খোলা দেখে,ঘরের ভিতরে উঁকি দিয়ে দেখে কোনো মানুষের সাড়া শব্দ নেই।তখন স্হানীয়রা থানা পুলিশকে খবরটি জানান।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে নিয়ে যায়।তবে নিহত নারী খাটের ওপর পড়েছিল।পাশে জমি কাগজপত্রও এলোমেলো ভাবে পড় থাকতে দেখা  যায়।
শাহাব উদ্দিনের ১ম স্ত্রী মরিয়ম খাতুন জানান,আমার স্বামী মনোয়ারাকে বিয়ের পর থেকে ওখানে থাকে।আমার সথিন হলো তার সাথে আমার কোন ধরনের মনোমালিন্যতা নেই। শুক্রবার রাত ৮টার দিকে ওমান থেকে আসা আমার ছেলে সেলিম বাড়ীতে রাতের খাবার খেতে বসে।এসময় হটাৎ ওমান থেকে তার সৎ ভাই মারুফ ফোন করে বলে ভাই আমার মাকে কে নাকি মেরে ফেলেছে।বলত না বলতে সেলিম কেদে উঠে।তখন আমি কথা বলি,তখনও মারুফ বলে মাকে দেখতে যান।তখন আমি ছেলে সেলিমকে চকরিয়া পাঠায়।এখন শুনছি পুলিশ আমার নির্দেষ ছেলেকে ধরে রেখেছে।আমার ছেলে সেলিম সারাদিন বাড়ীতেই ছিল।কেন তাকে আটক করেছে জানিনা।কিন্তু আমার সথিনের আগেও দুইটি স্বামী ছিল।
এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ বলেন,খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।লাশের রহস্য উদঘাটনে কক্সবাজার সিআইডি ঘটনাস্থলে এসে হত্যার আলামত সংগ্রহ করেছে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তবে জিজ্ঞেসাবাদের জন্য নিহতের বড় সথিনের এক ছেলেকে সন্দেহ জনক আটক রাখি।তবে মৃত্যু বিষয়ে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs