জিয়াউল হক জিয়া:
কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াই করার সময় দলছুটু একটি বন্যহাতির আক্রমণে কবির আহমদ (৭০) নামের কৃষকের মৃত্যু হয়।
গত রবিবার দিবাগত ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত- কবির আহমদ (৭০) কাকারা ইউনিয়নের শাহওমর-নগর পাহাড়ি এলাকার অলি আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির উঠানে ধান মাড়াই করার সময় হঠাৎ পেছন দিক থেকে আসা পালচ্যুত্ব একটি বনোহাতি এসে শুঁড় দিয়ে কৃষককে ধরে আছড়িয়ে আঘাত করে । পরে পরিবারের অন্যান্য সদস্যরা চিল্লা চিল্লি করলে পার্শ্ববর্তী লোকজন এসে আহতকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী বলেন, বনোহাতির আক্রমণে এক বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে নিহত পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।