কক্সবাজারের চকরিয়ায় ইয়াবা ও বিদেশী সিগারেট নিয়ে নারী সহ তিন যাত্রীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
শনিবার (১৭ জুন) সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ মহাসড়কের বনবিভাগের চেক পোষ্টের সামনে পৃথক অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া জয়নাল আবেদিনের স্ত্রী আম্বিয়া খাতুন(৩০),দক্ষিণ মুহুরি পাড়ার আবদুর রহমানের ছেলে মোঃ মুনাইম(৫৫) ও চট্রগ্রামের পটিয়া উপজেলার কুলাগাও এলাকার জহুর আহমদের ছেলে ইকবাল হোসেন(৩২)।
এবিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার বলেন,শনিবার সকালে ডুলাহাজারাস্হ বনবিভাগের চেকপোস্টে পৃথক অভিযানে যাত্রীবাহী গাড়ী তল্লাশী করে,২২শত পিস ইয়াবা নিয়ে আম্বিয়া খাতুন,৯৮০পিস ইয়াবা নিয়ে মুনাইম ও ৪৭০ প্যাকেট সিগারেট নিয়ে ইকবাল হোসেনকে আটক করা হয়েছে।আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান।