জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি,ছিনতাই,দস্যূতা,ধর্ষণ সহ বিভিন্ন মামলার আত্মগোপনে থাকা পলাতক আসামী তারিকুল ইসলাম(২১)কে আটক করেছেন থানা পুলিশ।
বুধবার গভীর রাতে কক্সবাজার শহরের হলিডে মোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত-তারিকুল ইসলাম(২১) চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকার মফিজুর রহমানের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন-গ্রেফতার হওয়া তারিকুল ইসলাম মহাসড়কে মোটরসাইকেলের মাধ্যমে ছিনতাই,দস্যুতা এবং মোটরসাইকেল ছিনতাই চক্রের মূল হোতা ছিল তার বিরুদ্ধে চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও লোহাগাড়া, ঈদগাও এবং লামা থানা এলাকায় সে একাধিক মামলার এজহারভুক্ত এবং সন্দিগ্ধ আসামি । উল্লেখ্য যে উক্ত তারিকুল ইসলাম চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় ট্রাস্ট ব্যাংকে ব্যাংক কর্মকর্তাদের আটক করিয়া জিম্মি করে টাকা ছিনতাই। সে এরপূর্বেও একবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিকট গ্রেফতার হয়েছিল।এখন তারিকুল ইসলামের সহযোগী অপরাপর আসামিদের গ্রেফতার জন্য অভিযান অব্যাহত রয়েছে।আটক তারিককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।