জিয়াউল হক জিয়াঃ
চকরিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তের আগুনে পুড়ল ১টি সিএনজি গাড়ী ও ১টি মুদির দোকান ।
বুধবার (২২ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের নাথ পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
হারবাং ইউপির চেয়ারম্যান মেহরাজ উদ্দিন ও সদস্য ইলিয়াছ আহমেদ বলেন, ভোররাত তিনটার দিকে নাথ পাড়ার পরিতোষ নাথ এর বাড়ির উঠানে রাখা একটি সিএনজি আগুন দিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।এসময় ওই বাড়ির লোকজন নিজেদের প্রয়োজনে বাড়ি থেকে বের হলে গাড়ীতে আগুন জ্বলছে দেখে চিৎকার করলে পাশ্ববর্তীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে।ফলে কয়েক লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান।
অপরদিকে সকাল ৬টার সময় কাজল নাথের মালিকানাধীন মুদির দোকানও আগুন লেগে দোকানের মালামাল, নগদ টাকা পুড়ে যায়।এতেও তার ২০/২২লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান ,আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।আগুন লাগার প্রাথমিক ধারণা পেয়েছি।তবুও রহস্য উদঘাটন পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্হ পরিদর্শন করেছেন ইউএনও জেপি দেওয়ান ও চকরিয়া সার্কেল রকিব উজ রাজা মহোদয়ও।