শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান

চকরিয়ায় অপহৃত শিশু উদ্ধার: অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:

চকরিয়া উপজেলার হারবাং থেকে আব্দুল আউয়াল(৬) নামে এক শিশু শিক্ষার্থী  অপহরণের ঘটনা ঘটেছে। এঘটনায় অপহরনকারী চক্রের সদস্য মোহাম্মদ সায়েম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এ সময় অপহৃত শিশুও উদ্ধার হয়েছে।
রবিবার (২ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় অপহরণ হওয়া শিশুটিকে পুলিশের চৌকস অভিযানে বিকাল ৪ টায় চকরিয়া থানা পুলিশ উদ্ধার করে।
অপহৃত স্কুলছাত্র আব্দুল আউয়াল উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর পূর্ব নোনাছড়ি এলাকার মো: ইদ্রিছের ছেলে। এঘটনায় অপহৃত শিশু আব্দুল আউয়ালের পিতা মো: ইদ্রিছ বাদী হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
অপহরণকারী মোহাম্মদ মিনহাজ উদ্দিন (প্র:) সায়েম উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর পূর্ব নুনাছড়ি একই এলাকার ওসমান গণি’র ছেলে।
পুলিশের প্রেস ব্রিফিং এ জানা যায়,রবিবার স্কুলছাত্র আব্দুল আউয়াল তার সহপাঠীদের সঙ্গে স্কুলে যাওয়ার সময় সকালে সাড়ে নয়টায় চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মল্লিক পাড়া এলাকা থেকে নাস্তার প্রলোভন দেখিয়ে স্কুলছাত্র আব্দুল আউয়াল কে অপহরণ করে নিয়ে যায় একই এলাকার মোহাম্মদ মিনহাজ উদ্দিন প্র: সায়েম। অপহরণ করে স্কুলছাত্র আব্দুল আউয়ালের পিতার মুঠোফোনে কল করে অপহরণকারী মুক্তিপণ দাবি করে। এতে তিনি ৯৯৯ এ কল করে মুক্তিপণের বিষয়ে অবগত করে। পুলিশের চৌকস টিম বিকাল ৪ টায় অপহৃত আব্দুল আউয়াল কে উদ্ধার করে অপহরণকারী সায়েম কে আটক করেন।
এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ বলেন;অপহৃত শিশু উদ্ধার পূর্বক অপহরণকারী একজনকে আটক করি।পরে অপহৃত শিশুর পিতার দায়েরকৃত মামলাতে ধৃতকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs