মঈন উদ্দিন মুরাদ।
শবে কদরের রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের এর মরিচ্যা নামক এলাকায় রাতের আঁধারে গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করা আলোচিত কসাই মাহবুবকে আটক করেছে র্যাব- ১৫।
আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব কক্সবাজারের সিপিসি কমান্ডার আনোয়ার হোসেন শামীম।
তিনি জানান, গরু হিসেবে ঘোড়া জবাই করে তা কৌশলে দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছিল কসাই মাহবুব।সর্বশেষ গত শবে কদরের রাতে একইভাবে ঘোড়া জবাই করে বিক্রির প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে স্হানীয় কযেকজনের নজরে আসে বিষয়টি, বিষয়টি স্হানীয় ইউপি চেয়ারম্যানের নজরে আসলে চেয়ারম্যান সরাসরি গিয়ে জবাইকৃত ঘোড়া আটকে রেখে প্রশাসনকে খবর দেয়।ঘটনার পর থেকেই
র্যাব কক্সবাজার কসাই মাহবুবকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে আসছিল,সর্বশেষ আজ ১৯ এপ্রিল
বুধবার রামুতে ৩ কিলোমিটার পাহাড়ে ধাওয়া করে কসাই মাহাবুকে গ্রেফতার করে র্যাব।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া কসাই মাহবুব থেকে প্রাথমিক জিঙ্গাসাবাদে ৩০টি ঘোড়া জবাই করার কথা স্বীকার করে।
গরু হিসেবে ঘোড়া জবাই করা মাহাবুব র্যাবের হাতে ধরা পড়ার ঘটনায় উখিয়া ও রামু উপজেলার মানুষেরা আনন্দ প্রকাশ করেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।