আজিজুর রহমান রাজু:
ঈদগাঁও কালির ছড়ার শাহীন ছেলেটি ফুটবল খেলাই তার নেশা, লোকে মুখে ফুটবল খেলায় বেশ পারদর্শী যুবক শাহীন, যখনই সময় পায় ছুটে যায় মাঠে।ঘটনার দিন (২১ নভেম্বর) খেলতে যায় ঈদগাঁও উপজেলা কালির ছড়া ফুটবল খেলার মাঠে। শুরু থেকে খেলায় বেশ ভালো করছিল শাহিন কিন্তু এই খেলা যে তার জীবনের এক কালো অধ্যায় হয়ে আসবে বুজতে পারেনি সে।
সে খেলার সময় হটাৎ প্রতিপক্ষের একজন খেলোয়াড় বল ছুটে মারলে বলটি সজোরে যুবক শাহীনের ঘাড়ে এসে পড়ে! মুহূর্তে দুমড়েমুচড়ে যায় তার ঘাড়, ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে উপস্থিত জনতা দ্রুত উদ্ধার করে ঈদগাঁও একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে রেফার করে।
চট্টগ্রামে কয়েকদিন চিকিৎসার কোন উন্নতি না হলে জরুরি অপারেশনের জন্য তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ওহাসপাতালে পাঠানো হয়। এদিকে তার চিকিৎসা খরচ বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার তার উপর ডাক্তার শাহীনকে বাঁচাতে দ্রুত সময়ের মধ্যে অপারেশন করতে বললেও ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নিতে পারছেনা অসহায় পরিবারটি। ধারদেনায় যখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে, এমন পরিস্তিতে চেরাগ টিমের সাথে যোগাযোগ করলে টিমের সদস্যরা সরেজমিন পরিদর্শন করে গুরুতর আহত শাহিনের অপারেশন জন্য জরুরি অপারেশনের তহবিল গঠন করে।
পরে গঠিত তহবিলে ৪৮ ঘন্টায় দেশ ও প্রবাসীদের দেওয়া সহায়তা ৬৮,৬৪০ টাকা শাহীনের পরিবারের কাছে হস্তান্তর করে। পথ হারানো পথিক, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি, মানসিক ভারসাম্যহীন রোগী অসহায়ত্ব অনুভব করা মানুষদের ‘সহায়’ হয়ে পাশে দাঁড়ান উপজেলার আলাদীনের চেরাগ টিম।
টিমের সদস্যদের নিজের প্রতিষ্ঠিত মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চেরাগ টিমের এর মাধ্যমে এখন উপজেলার বিভিন্ন প্রান্তে সেবা দিচ্ছেন অসহায় মানুষকে। সেবা দিতে রয়েছে সংগঠনটির রয়েছে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল। এ কাজে সহযোগিতা করে স্থানীয় জনগণ ও প্রবাসীরাও।
তাদের ব্যতিক্রম কাজের সুফল পাচ্ছে উপজেলার হতদরিদ্র ও অসহায় রোগীরা। এমন মহৎ উদ্যোগে অসহায় মানুষের মানবিক কাজে সন্তুষ্ট উপজেলার সকল শ্রেনীপেশার মানুষ।