শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গলাকাটা বানিজ্য আর কর্মচারী নির্যাতনের খলনায়ক নাসির

সরওয়ার সাকিব
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত
সরওয়ার সাকিব:
কক্সবাজারে বহু বিতর্কিত  শালিক রেস্টুরেন্ট এর মালিক নাসিরের বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। একদিকে যেমন শালিক রেস্টুরেন্টে খাবারের দাম বাড়িয়ে গলাকাটা বানিজ্য করার অভিযোগ । অন্যদিকে এবার নতুন অভিযোগ এসেছে কর্মচারীদের অমানবিক নির্যাতনের।
অভিযোগে জানা যায়,শালিক রেস্টুরেন্টে ২১ জন অবাঙালি নারীকে নিয়োগ দেওয়া হয়। রেস্টুরেন্টের মালিকের শর্ত ছিল, কর্মচারীদেরকে তার তত্ত্বাবধানেই কক্সবাজারে থাকতে হবে। সেখানেই নারী কর্মীদের ওপর যৌন নিপীড়ন চালাতেন নাসির উদ্দীন বাচ্চু। নারী কর্মচারীদের পাহারা দিয়ে রাখা হতো যাতে তারা পালিয়ে যেতে না পারেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে গেলে মেরে ফেলার হুমকি দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানান, নাসিরের নির্যাতন সহ্য করতে না পেরে থানায় অভিযোগ দায়ের করি। পরবর্তীতে নাসিরে হুমকি আর ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে আবার অভিযোগ তোলে নেয়।
সর্বশেষ গত কয়েকদিন আগে সাইদ বিন আব্দুল্লাহ নামে আরেক কর্মচারীকে শারীরিক নির্যাতন করার ঘটনা ঘটে। এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয় জানাজানি হলে একের পর এক মুখ খুলতে থাকে নির্যাতিতরা। এ বিষয়ে নির্যাতিত কর্মচারী সাইদ বিন আব্দুল্লাহ বলেন,সেলাই করা জুতো আনতে গিয়ে ৫ মিমিটের জায়গায় ১০ মিনিট হওয়ায় শরীরে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় বেঁচে ফিরে।
এ ঘটনার পর থেকে বিভিন্ন সংগঠন এবং এলাকাবাসীরা একের পর এক মানববন্ধন করে।
অবশেষে কক্সবাজারের পর্যটন এলাকা কলাতলীতে অবস্থিত শালিক রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে নারী কর্মচারীদের যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে মামলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শালিক
রেস্টুরেন্টের একজন কর্মচারী বলেন, রেস্টুরেন্টের মালিক আত্মগোপনে আছেন।
অভিযোগের ব্যাপারে মন্তব্যের জন্য গত তিন দিনে অভিযুক্ত নাসির উদ্দিনের ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানান নাসিরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs