জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার খোদারকুম পুকুরের পানিতে চুবিয়ে মনির হাসান আবিরকে হত্যার পর সিঁড়ির নিচে লাশ লুকিয়ে গুম করার মূলহোতা এজাহার নামীয় আসামী মোহাম্মদ মামুন (৩০) কে গ্রেফতার করেন পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) বিকালে বিএমচর ছৈনাম্মারঘোনা বাজার এলাকার চকরিয়া টু পেকুয়াগামী পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী-মোহাম্মদ মামুন (৩০) উপজেলার কোণাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বটতলী বাসিন্দা বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।তিনি জানান,গত ২৭ মার্চ রাত ১০টার দিকে আসামী মামুন তার স্ত্রী’র ১ম স্বামীর ঘরের সন্তান মনির হাসান আবির’কে খোদারকুম পুকুরের পানিতে চুবিয়ে হত্যার পরের সিড়ির নিচে লাশ গুম করে রেখে পালিয়ে যায়।পরে স্হানীয়দের দেওয়া খবরের মাধ্যমে লাশ উদ্ধার করেন পুলিশ।ময়নাতদন্ত শেষে গত ৩০ মার্চ থানায় মামলা রুজু হয়,যার মামলা নং-৪৪/২৫ইং।
মামলা রুজু পরে গোপন সংবাদ আর তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সনজীব কুমার পাল, এসআই রাজীব কুমার সাহা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।