সংবাদ বিজ্ঞপ্তি :
খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ নুরুল আলম আল মামুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১৬ মার্চ) সকাল ১১ টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। একদিন আসরের নামাজের পর মরহুমের গ্রামের বাড়ি ইনানী চারা বটতলী স্টেশন চত্ত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
#শোক:
মাওলানা নুরুল আলম আল মামুনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আবু মূসা, সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ ইউনুস ফরাজী, সহ সভাপতি হাফেজ মাওলানা নূরুল্লাহ জিহাদী, অধ্যাপক মুহাম্মদ তোহা, সহ সভাপতি হাফেজ শহীদুল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মীর সিরাজুল মোস্তাফা, সহ সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ নাঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মঞ্জু, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমরান উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল আলম, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুফতি আমিনুল হক, মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা মাওলানা সাজেদ, মাওলানা ইউসুফ নাহিদ, ইন্জিনিয়ার ওবাইদ উল্লাহ, প্রমূখ। প্রদত্ত শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় বলেন, মাওলানা নুরুল আলম আল মামুন ন্যায় ও নিষ্ঠার সাথে দ্বীনি ও সাংগঠনিক দ্বায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। তিনি কক্সবাজার জেলা সেক্রেটারি, কক্সবাজার জেলা সভাপতি, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জোন পরিচালক, সর্বশেষ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে অমৃত্যু শরিক থেকেছেন। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত ও জান্নাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।