সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল প্যানোয়া নিউজের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পেলেন সরওয়ার সাকিব মাদকাসক্ত ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু খুন! চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে পথচারী নিহত শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সংরক্ষিত বনের পাশে বালু মহাল ইজারা না দিতে আইনি নোটিশ। মহেশখালীতে ফ্রি ফায়ার গেইম খেলতে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক শিশু’র আত্মহত্যা!

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা নূরুল আলম আল মামুনের ইন্তেকাল 

সংবাদ বিজ্ঞপ্তি
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ নুরুল আলম আল মামুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১৬ মার্চ) সকাল ১১ টার দিকে  শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। একদিন আসরের নামাজের পর মরহুমের গ্রামের বাড়ি ইনানী চারা বটতলী স্টেশন চত্ত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
#শোক:
মাওলানা নুরুল আলম আল মামুনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আবু মূসা, সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ ইউনুস ফরাজী, সহ সভাপতি হাফেজ মাওলানা নূরুল্লাহ জিহাদী, অধ্যাপক মুহাম্মদ তোহা, সহ সভাপতি হাফেজ শহীদুল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মীর সিরাজুল মোস্তাফা, সহ সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ নাঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মঞ্জু, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমরান উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল আলম, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুফতি আমিনুল হক, মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা মাওলানা সাজেদ, মাওলানা ইউসুফ নাহিদ, ইন্জিনিয়ার ওবাইদ উল্লাহ, প্রমূখ।  প্রদত্ত শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় বলেন, মাওলানা নুরুল আলম আল মামুন ন্যায় ও নিষ্ঠার সাথে দ্বীনি ও সাংগঠনিক দ্বায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। তিনি কক্সবাজার জেলা সেক্রেটারি, কক্সবাজার জেলা সভাপতি, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জোন পরিচালক, সর্বশেষ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে অমৃত্যু শরিক থেকেছেন। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত ও জান্নাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs