রূপালী ডেস্ক:
খেলাপি ঋণ নিয়মিত করতে জমা দিতে হবে ২ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ শতাংশ । যা আগে ছিল ১০ থেকে ৩০ শতাংশ। কোন ব্যক্তি বা গোষ্ঠীর চাপে নয় বরং দেশের সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন ও খেলাপি ঋণ কমাতে, ঋণ পুনঃতফসিলসহ নানা সুবিধা দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৯শে জুলাই) বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক জরুরি সংবাদ সম্মেলনে, এ কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই পদক্ষেপের ফলে খেলাপি ঋণ কমিয়ে স্থিতিশীল অবস্থায় যাওয়া যাবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
ব্যাংগুলোকে খেলাপি ঋণ পুনঃতফসিলের দায়িত্ব দেয়া হলেও বাংলাদেশ ব্যাংক তা তদারকি করবে। তিনি বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মতো নয়। তেমন ঝুঁকিও নেই। রিজার্ভ যথেষ্ট আছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।