মঈন উদ্দিন মুরাদ:
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের ০৬ নং ওয়ার্ডস্হ নতুন ঘোনা পাড়ার বাসিন্দা খুইল্লা মিয়া সওদাগরের গোয়াল ঘর থেকে দেড় লক্ষ টাকা দামের একটি গরু ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে।
গত ১১ অক্টোবর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।গরুর মালিক খুইল্লা মিয়া জানান,গতরাতে পুলিশের পোশাকধারী ৫-৬ জনের একটি ডাকাত দল বাইরে অবস্হান করে, পরে বিষয়টি টের পেয়ে টর্চ নিয়ে ঘরের বাইরে বের হলে উক্ত ডাকাত দল পুলিশের পরিচয় দেয় এবং আসামীর খোঁজে এলাকায় প্রবেশের কথা জানান।পরে স্বাভাবিকভাবে ঘরে ঢুকে যাই।এর একটু পরে গোয়াল ঘর থেকে গরুর আওয়াজ শুনতে পেয়ে ঘর থেকে বের হওয়া মাত্রই দু’তিনজন এসে অস্ত্র ঠেকিয়ে গরু নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে স্হানীয় সমাজ কমিটির নেতা,মোস্তাক মিয়া জানান,প্রতিবছর শীতকালের শুরুতে কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে গরু চুরি- ডাকাতির খবর পাওয়া যায়।তবে গতরাত্রে খুইল্লা মিয়া সওদাগরের যে গরুটি ডাকাতি হয়েছে তা অনেকটাই ভিন্নভাবে করেছে।এধরনের পুলিশের পোশাকধারী ও অস্ত্র ঠেকিয়ে গরুর ডাকাতি করার মতো ঘটনা এর আগে খুরুশকুলে শুনা যায়নি। তিনি আরও বলেন, কয়েকদিন আগেও খুরুশকুল রাস্তার পাড়া এলাকার নুরুল আমিন সওদাগরের দোকান ও কাউয়ার পাড়া’র এক ঘর থেকে মোটর সাইকেল চুরি’র ঘটনা ঘটেছে। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা থেকে পরিত্রাণের জন্য তিনি প্রশাসনের সহযোগী কামনা করেন।
এ বিষয়ে স্হানীয় ইউপি সদস্য স্বপন কান্তি দে এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি জানেন না বলে জানান।