জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এসএসসি-সমান পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করেছেন-খুটাখালীর ৬নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ নুর মোহাম্মদ পেঠান মুন্সি।
শুক্রবার (৪ আগষ্ট) বিকেল ৩টার সময় খুটাখালী বাজারের পূর্বপাড়া সড়কের রাশেদ মেডিকোর সামনে মাষ্টার আহমদ হোছাইন মাকের্ট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজক নুর মোহাম্মদ পেঠান মুন্সির সভাপতিত্বে,প্রধান অতিথি ছিলেন-খুটাখালী ইউনিয়ন পরিষদের হ্যাট্রিক চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান,প্রধান বক্তা ছিলেন,চকরিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম মনজুর,বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কিশলয় স্কুলের সাবেক শিক্ষক মাষ্টার ছৈয়দ আকরব,খুটাখালী বালিকা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা শাহাব উদ্দিন আরমান,৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শারমিন সোলতানা লালু,খুটাখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার আব্দু সোবহান,ওয়ার্ডের মেম্বার প্রার্থী শামশুল আলম ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শীষ মোঃ রাসেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক-মোঃ ইমরান খান।
এসএসসি-সমান পরীক্ষায় উর্ত্তীণ ৬০জন কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেষ্ট আর অভিভাবকদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দেওয়া হয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে-সাবেক অধ্যক্ষ এসএম মনজুর বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।তাই উচ্চতর পড়াশোনা করতে গিয়ে যদি আমার ওয়ার্ডের কেউ আর্থিক সংকটে পড়েন।তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।আমি তোমাদেরকে সহযোগিতা করবো।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান বলেন,এসএসসি-সমান পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজককে অসংখ্য ধন্যবাদ সহ শিক্ষার্থীদের আরো ভাল রেজাল্ট করে এলাকার মুখ উজ্জল করার আহবান জানান।প্রত্যক শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ।তাই মাদক,জোয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।অভিভাবকদের কে আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।
সভাপতির সমাপনি বক্তব্য আয়োজক নুর মোহাম্মদ পেঠান মুন্সি বলেন,আমার ওয়ার্ডের শিক্ষার্থীরা আমাদের আগামীর ভবিষ্যৎ।বিধায় আমি তাদেরকে লেখাপড়ায় আরো মনযোগী আর মেধাবী করে তুলার লক্ষে উৎসাহ প্রদানের জন্য সংবর্ধনার আয়োজন করেছি।এখন থেকে প্রতিবছর যারা এসএসসি-সমান ও এইচএসচি পরীক্ষায় উর্ত্তীণ হবে,তাদেরকে আরো বড় পরিসরে সম্মাননা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।তবে শিক্ষার্থীদের অনুরোধ করেন-মানুষের মত মানুষ হতে হলে স্মার্ট ফোন ব্যবহার বর্জন,মাদক পান আর পাচার থেকে সাবধান,পাঁচ ওয়াক্ত নামাজ আদায় সহ নিয়মিত পড়াশোনা করা সহ বড়দের শ্রদ্ধা আর ছোটদের স্নেহ,নিজেকে ভদ্র,নম্র হয়ে গড়ে উঠার আহবান জানিয়েছেন।