রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গর্জনিয়া বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমির হামজা মহেশখালীতে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে বহুতল ভবন রামু সমিতির সাধারণ সভা ও পরিবারিক মিলনমেলা অনুষ্টিত আলহামদুলিল্লাহ আমার পেটে কোন ক্ষিধা নেই, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে: সভাপতি জাহেদুল চকরিয়ায় ট্রেনের ধাক্কায় নিখোঁজ গরু ব্যবসায়ীর লাশ ১৮ঘন্টা পর নদী থেকে উদ্ধার চকরিয়ায় সাংবাদিক শাহ আলমের উপর হামলা ও রাইচমিল লুটের ঘটনায় দুই মামলা আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক

খুটাখালীতে নিজ ঘরে আগুন দিয়ে জিয়াবুল গংকে ফাঁসানোর চেষ্টা

চকরিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পঠিত

চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকার সিরাজুল হক সওদাগর নিজেই ঘরে আগুন দিয়ে উদ্দেশ্য মূলক জিয়াবুল হক গং পরিবারকে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে খুটাখালীর পূর্ব পাড়ায় নাটকীয় এঘটনা ঘটেছে। সিরাজুল হক সওদাগর ওই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
অভিযোগকারী-জিয়াবুল হক একই এলাকার মৃত আব্দু সামাদের ছেলে।
ভুক্তভোগী অভিযোগকারী জিয়াবুল হক জানান-আমি পেশায় একজন কৃষক।আমার দাদা মরহুম ফজল করিমের নামে আরএস খতিয়ান নং-৩৫৭,দাগ নং-১৬৩৮ মূলে অনুমতি দখল আমার পিতা মৃত আব্দু সামাদের নামে বিএস খতিয়ান নং-৬৭,দাগ নং-২৭৮০ মূলে আমরা ২০শতক জায়গা দাবিদার।এবিষয়ে কক্সবাজার বিজ্ঞ জজ আদালত মামলা চলমান,যার মামলা নং-৮৬/২০১৯ইং।এই মামলাটি বর্তমানে মহামান্য হাইকোর্টের স্ট্রে অর্ডার বিদ্যামান।ফলে জায়গাটি অভিযুক্ত সিরাজুল হক সওদাগর অবৈধভাবে দখল করে।পরে সেই জায়গা ছেড়ে না দিয়ে সিরাজ পাঁকা দালান আর সীমানা প্রাচারী দেওয়ার কাজ শুরু করলে,আমি ও আমরা কাজ বন্ধ রাখার জন্য অভিযোগ দায়ের করি।থানার তদন্ত কর্মকর্তা কাজ বন্ধ রাখার তাগাদ দিলে,সিরাজ গতরাতে গোপনে তার পুরাতন ঘরে আগুন দিয়ে আমাদেরকে ফাঁসানোর তদবির চালাচ্ছেন।সিরাজ যখন এঘটনা করেছে,তাহলে আরো ভিন্নরুপ ঘটনা ঘটিয়ে ফাঁসানোর চেষ্টা করবে।সব মিলিয়ে যেন আমাদেরকে জায়গা ছেড়ে দিতে না হয়।সেইভাবে পরিকল্পনার বৈঠক করেই চলছে। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে পুড়ানো ঘর দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা এএসআই হান্নানকেকে আনেন সিরাজ।তদন্ত কর্মকর্তা ঘটনাস্হলে এসে পাশ্ববর্তী লোক রাশেদের কাছ থেকে জানতে চাইলে,রাশেদ পুলিশকে জবাববন্দি দেওয়াকালে সিরাজ শক্ত কাঠ নিয়ে মারতে উঠেছে বলে জানান রাশেদ।
ঘরে আগুন লাগানো সিরাজুল হক সওদাগর প্রতিবেদককে জানান-আপনার সাথে দেখা হলো ভাল হয়েছে।আমি আমার জায়গাতে একটি পাকা দালান নির্মাণ করছি।এমতাবস্থায় পাশ্ববর্তী জিয়াবুল গং আমার ক্রয়কৃত বসতভিটা থেকে ২০শতক জায়গা দাবি করে।তাদের কথা কর্ণপাত না করে যখন ঘরের কাজ করছি।তখন তারা কাজ বন্ধ করার জন্য আমার পুরাতন ঘরটি রাতে আগুন লাগিয়ে দেয়।এবিষয়ে আমি আদালতে মামলা দায়ের করি বলে জানান তিনি।
চকরিয়া থানার এএসআই হান্নান বলেন-সিরাজের বসতভিটার ভিতরে জিয়াবুল গং এর খতিয়ানি জায়গা আছে মর্মে থানায় একটি অভিযোগ দায়ের করেছিল।এবিষয়ে আমি উভয়পক্ষকে উকিল মতামত নিয়ে আগামী শনিবার বৈঠকে বসার দিন ধার্য্য করি।বৈঠকের আগেই ঘর পুড়ানোর ঘটনা।তখন বিষয়টি সিরাজ থানায় এসে আমাকে জানালে আমি গিয়ে পাশ্ববর্তী লোকজন থেকে জিজ্ঞেসাবাদ করার ফাঁকে সিরাজ এক লোকের সাথে মিথ্যা তথ্য দিচ্ছে বলে রেগেমেগে লোকটাকে ঝাটকিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs