খুটাখালীতে কথিত অপহরণকাণ্ডের দুই দিনের মাথায় অপহৃত যুবকের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে খুটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আদুর রহমানের ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করেন চকরিয়া থানার এসআই মো. আবুল খায়ের।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটি একটি সাজানো নাটক, যা জমি-জমা সংক্রান্ত বিরোধকে ভিন্ন খাতে নিতে সাজানো হয়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল রাতে জমি-জমা নিয়ে স্থানীয় রাশেদুল ইসলাম ও জিয়াউদ্দিন কাজলের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এর জেরে কাজলের স্ত্রী নুসরাত জাহান রিফা ৯ এপ্রিল চকরিয়া থানায় চারজনকে আসামি করে অপহরণ ও মোটরসাইকেল লুটের অভিযোগে মামলা দায়ের করেন।
পরদিন ১০ এপ্রিল রাশেদের বড় বোনও চিহ্নিত চারজনকে আসামি করে মারামারির অভিযোগে আরেকটি মামলা করেন (মামলা নং: ২১/১৬৫)।
স্থানীয়দের অভিযোগ, রিফার দায়ের করা অপহরণ মামলাটি সম্পূর্ণ সাজানো এবং এতে নিরীহ লোকজনকে আসামি করা হয়েছে। তারা দাবি করছেন, কাজল নিজেই মারামারির পর ইজিবাইক চালক মান্নানের গাড়িতে করে বাড়ি ফিরেছেন এবং মারাত্মক আহত রাশেদকে হাসপাতালে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তা এসআই মো. আবুল খায়ের জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনগণ ও ইজিবাইক চালকের সঙ্গে কথা বলা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।