মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়া নিবাসী মরহুম ফজল আহমেদর ৬ষ্ঠ পুত্র প্রবাসী আলহাজ্ব নুরুল হক অবশেষে ক্যান্সারের কাছে হেরে গেলেন। দীর্ঘদিন লিভার ক্যান্সারসহ নানা জটিলতায় ভুগে ছিলেন। আজ ২৪ শে মে (বুধবার) বিকাল ৫ টায় তিনি মহেশখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর তিনি স্ত্রী, দুই পুত্র ও আত্মীয় স্বজন-বন্ধুবান্ধব ও অসংখ্য গুলগ্রাহি রেখে গেছেন।
গত ২বছর আগে চিকিৎসা আশায় সৌদিআরব থেকে ছুটিতে দেশে আসেন তিনি। চিকিৎসার পরবর্তীতে নানা রকম জটিলতায় তাকে দেশে অবস্থান করতে হয়। চিকিৎসা শেষে পুনরায় অসুস্থ হয়ে পড়েন। নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন যে লিভার ক্যান্সার ছড়িয়ে পড়েছে। ক্যান্সারে অবশেষে আজ না ফেরার দেশে গেলেন।
শোকবার্তায় মরহুমে আত্নার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন..কুতুবজোম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ও যুবনেতা সালামত সিকদার। এদিকে তার মৃত্যুর খবরে প্রবাসে ও এলাকায় গভীর শোক। স্বর্গবাসি হোক সে কামনা করেছেন সকলে।
২৫ শে মে, বৃহস্পতিবার, সকাল সাড়ে ৯ টায় খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হইবে৷