মিজানুর রহমান:
কুতুবদিয়ায় ডাকাত সন্দেহে জাটকা ইলিশসহ দুই জেলেকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার বিকেলে দ্বীপের বড়ঘোপ জেটিঘাটে উপজেলা নির্বাহী ( ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড দেয়া হয়। আটককৃত জেলেরা হলেন, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার মো. ইয়াছিনের পুত্র আব্দুর রহিম রকি(৪০) ও তার ছোট ভাই মোহাম্মদ দিলদার (২২)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বড়ঘোপ জেটিঘাটে লেফটেন্যান্ট হামিদ হোসেন আদনানের নেতৃত্বে নৌবাহিনীর টহল দল একটি মাছ ধরার নৌকায় ডাকাত সন্দেহে তল্লাশি চালিয়ে জাটকা ইলিশসহ আব্দুর রহিম রকি ও মোহাম্মদ দিলদারকে আটক করে। পরে, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সাদাত হোসেনের নেতৃত্বে নৌকায় জাটকা ইলিশ পাওয়ার অপরাধে বড়ঘোপ জেটিঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করে ১৫ দিনের জন্য ওই দু’জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।