কুতুবদিয়া সংবাদদাতা:
কক্সবাজারের কুতুবদিয়ায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) সারাদিন ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্লু প্লানেট ইনিশিয়েটিভ (বি পি আই) ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের যৌথ উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপনের অংশ হিসেবে দ্বিতীয় দিনেও কুতুবদিয়া সরকারি কলেজ, বড়ঘোপ ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও কাজী হেলাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষরোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেনপরিবেশ কর্মীরা।
কুতুবদিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সিনিয়র সহকারী অধ্যাপক আওরঙ্গজেব সিকদার, সহকারী অধ্যাপক মৌলানা আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক মাস্টার ছরওয়ার আলম ছোট্টু সহ সংঠনের নেতৃবৃন্দ বৃক্ষরোপনে অংশ গ্রহন করেন।
একইদিন দুপুর ১২ টায় কুতুবদিয়া সরকারী কলেজে বৃক্ষরোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহারা বেগম, সহকারী অধ্যাপক সমীর কান্তুি শীল, প্রভাষক মিজানুর রহমান, পরিদর্শক এনায়েত উল্লাহ এবং কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের সভাপতি এম, শহীদুল ইসলাম ও সংগঠনের সম্পাদক সাংবাদিক শাহেদুল ইসলাম মনিরসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরে নেতৃবৃন্দ কুতুবদিয়া সরকারী কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরন করেন।
বৃক্ষরোপন ও চারা বিতরনে আরো উপস্থিত ছিলেন হাফেজ নুরুল কাদের, মুরশেদ, মোঃ হানিফ, সাখাওয়াত, শহিদ প্রমুখ।