কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুরোধ ও ডেঙ্গু সুরক্ষায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৭ (নভেম্বর) ২০২৩ সোমবার বিকাল সাড়ে তিনটায় দক্ষিন ধুরুং ইউনিয়নের কালাচান পাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধ এবং ২৮ (নভেম্বর) মঙ্গলবার বিকাল ৩টায় আলী আকবর ডেইল ইউনিয়নের কিরনপাড়ায় ডেঙ্গু সুরক্ষায় গণসচেতনতা তৈরির লক্ষ্যে ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বি পি আই) এর উদ্যোগে পৃথক পৃথকভাবে দুই স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের সভাপতি এম. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহেদুল ইসলাম মনির, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক এমইউপি মো. তাহের, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর কুতুবদিয়া ব্রাঞ্চ ম্যানেজার মো. মনজুর আলম, আলী আকবর ডেইল কিরনপাড়ার চাষী মো. ছৈয়দ আলম প্রমুখ। এসময় তারা বলেন, ডেঙ্গু সুরক্ষা ও পানিতে ডুবে শিশুর মৃত্যুরোধে গণসচেতনতার বিকল্প নেই। বসতবাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং বসতবাড়ির আশপাশের পুকুর গুলোতে ঘেরা বেড়া দিয়ে নিরাপত্তা বাঁধ দেয়াসহ সার্বক্ষনিক শিশুদের নজরে রাখতে আহবান জানান। উঠান বৈঠকগুলোতে সর্বস্তরের নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।