কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়নের আমজাখালি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড় আমজাখালিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চার সহোদর ভাইয়ের চারটি বসতবাড়ি আগুনে পুড়ে যায়। পুড়ে যাওয়া বাড়ি গুলো হল,আবু শামার ছেলে বেলাল,জয়নাল,জামাল,জমিরের বাড়ি পুড়ে যায়।
এ সময় অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিকরা। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুন লেগে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা জানান, রাত ১১ টার দিকে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে বাড়িতে আগুন ধরে যায়, পরে আরও তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং কুতুবদিয়া থানা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে ৪টি বাড়ি পুড়ে যায়।