উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়া নিবাসী মরহুম ফজল আহমেদর ৬ষ্ঠ পুত্র, ব্যবসায়ী মীর কাশেম প্রকাশ আজলের ছোট ভাই প্রবাসী আলহাজ্ব নুরুল হকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ শে মে) সকাল সাড়ে ৯ টার দিকে খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ জানাজা সম্পন্ন হয়।
জানাজার নামাজে পূর্বে বক্তব্য রাখেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রাহমত উল্লাহ, মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, বর্তমান ইউপি মেম্বার সালামত সিকদার, আল্লামা মোহাম্মদ ফোরকান শাহ রহঃ ইসলামী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হাফেজ আ ন ম কামরুল ইসলাম, মাওলানা শফিউল আলম খান’সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
জানাজার নামাজে ইমামতি করেন..
দক্ষিণ খোন্দকারপাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা ফজলুল কাদের।
গতকাল ২৪ শে মে (বুধবার) বিকাল ৫ টায় তিনি মহেশখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর তিনি স্ত্রী, দুই পুত্র ও আত্মীয় স্বজন-বন্ধুবান্ধব ও অসংখ্য গুলগ্রাহি রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী নুরুল হক, ২ বছর আগে চিকিৎসা আশায় সৌদিআরব থেকে ছুটিতে আসেন দেশে। চিকিৎসার পরবর্তীতে নানা রকম জটিলতায় তাকে দেশে অবস্থান করতে হয়। চিকিৎসা কিছুদিন ভাল থাকলেও, শেষে পুনরায় অসুস্থ হয়ে পড়েন। নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন যে লিভার ক্যান্সার ছড়িয়ে পড়েছে। ক্যান্সারে অবশেষে না ফেরার দেশে গেলেন তিনি।