শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান

কালারমারছড়ার উত্তর নলবিলার চিংড়ী ঘের ও লবণ মাঠ দখল নিতে এনাম বাহিনীর তান্ডব : ফাঁকা গুলি বর্ষণ: আহত ২ লবণ চাষী 

মহেশখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত
মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার কালারমারছড়ার উত্তর নলবিলায় দীর্ঘদিন ধরে বিরোধ চলা একটি চিংড়ী ঘের ও লবণ মাঠ দখল নিতে এনাম বাহিনীর এনামের নেতৃত্বে ৭-৮ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে ২ লবণ চাষীকে মারধর, অস্ত্রের মহড়া চালিয়ে ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
১৫ ডিসেম্বর (রবিবার) দুপুরে উত্তর নলবিলার পশ্চিমে আনিসুর ইসলাম ছোটনের দখলে থাকা চিংড়ী ঘেরে এঘটনা ঘটে। এঘটনায় আহতেরা হলেন স্থানীয় আফজিলয়া পাড়ার লবণ চাষী  রশিদ আহমদ ও মনিয়া। তারা অভিযোগ করে বলেন এনাম, আমির, এনামের ছেলে, গিয়াসউদ্দিন, মাসিক্কাসহ কয়েকজন আমাদেরকে  মাঠে কাজ করার জন্য মারধর করে। আমরা চাষা মানুষ। লবন মাঠ বর্ঘা নিয়ে চাষ করি। আমরা এঘটনায় সুষ্ঠ বিচার চায়।
প্রত্যক্ষদর্শীরা জানান- মহেশখালী থানার পুলিশের একটি টিম আনিসুল ইসলাম ছোটনের চিংড়ী প্রজেক্টের এসে চাষাদের দৌড়ানি দিয়ে চলে আসার সাথে সাথে চিংড়ী প্রজেক্টের উত্তর দিক থেকে এনামের নেতৃত্বে ৭-৮ জন চিংড়ী প্রজেক্টে অবস্থান নিয়ে লবণ চাষীদের তাড়িয়ে দেন। এর আধাঘন্টা পরে উক্ত চিংড়ী ঘেরে গুলি বর্ষনের আওয়াজ শুনি।পরে  উত্তর দিক থেকে চিংড়ী প্রজেক্টে মানুষ গেলে এনামেরা উত্তর দিক দিয়ে চলে যায় বলে  জানান।
ভুক্তভোগী আনিসুল ইসলাম ছোটন বলেন- আমাদের চিংড়ী প্রজেক্টে পুলিশ আসার পরপরই এনাম বাহিনীর প্রধান এনাম,জলদস্যু গিয়াস উদ্দিন, আমির,সহ কয়েকজন সন্ত্রাসী আমাদের চিংড়ী প্রজেক্ট দখল নিতে অবস্থান নেন। পুলিশ যাওয়ার পর তারা আমাদের চাষাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আমাদের দুজন লবণচাষীকে মারধর করেছে। আমরা বিষয়টি পুলিশ ও নৌবাহিনীকে অবগত করি। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
মহেশখালী থানার এসআই রাজিব চৌধুরী বলেন- উক্ত চিংড়ী প্রজেক্ট নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।সেটি নিয়ে বিচার প্রক্রিয়াধীন থাকায় লবণ মাঠে কাউকে কাজ না করার জন্য নিষেধ করে আমরা চলে আসি। এঘটনার সুযোগ নিয়ে কেউ দখল নিতে চাইলে বা উক্ত চিংড়ী ঘেরে কেউ কাজ করে আইনশৃংখলা পরিস্থতি অবনতি করার চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs