
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি ১১,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এসে কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর কচ্ছপিয়া কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির এর ৯১তম প্রতিষ্ঠা বার্ষিকী, সার্বজনীন মহতী ধর্মসভা ও মহোৎসবে যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় আছেন। বিশৃঙ্খলা ঠেকাতে বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিচ্ছেন ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) সন্ধ্যা রামু কচ্ছপিয়া সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে ৯১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সার্বজনীন মহতী ধর্মসভা ও মহোৎসবে নিরাপত্তার নিশ্চিতকল্পে নাইক্ষ্যংছড়ি ১১, বিজিবির নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ অনুষ্ঠিত ধর্মীয় মহোৎসবে ১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করেন বলে বিজিবির প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১১,বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, মাদক চোরা চালানোর বিষয়ে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে থাকে। তার পাশাপাশি যে কোন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বিজিবি সবসময় সতর্কতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এ জাতীয় আরো খবর..