ফরিদুল আলম রনি:
তরুণ মেধাবী কলম সৈনিকদের প্রিয় সংগঠন কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের হোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টের হলরুমে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দিদারুল আলম জিসান। যুগ্ম আহ্বায়ক সম্পাদক ফরিদুল আলম রনি ও ওমর ফারুক সোহাগ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি শাহাজাহান চৌধুরী শাহীন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুন অর রশীদ, এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন,দৈনিক আপন কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ সেলিম, ই-টেন টিভির জেলা প্রতিনিধি আব্দু রাজ্জাক, সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদত হোসাইন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম নোবেল, নিউজ টুয়েন্টি ওয়ান এর প্রতিনিধি মোহাম্মদ শহীদ, কক্স টিভির ব্যবস্থাপনা পরিচালক রিদুয়ানুল ইসলাম, কক্স সময় টিভির নির্বাহী পরিচালক মো: রমজান, কক্সবাজার এস টিভির প্রতিনিধি মো: আজাদ, আনন্দ টিভির উখিয়া প্রতিনিধি নুরুল আলম, কক্সবাজার দর্পণের বার্তা প্রধান রাসেল তালুকদার, দৈনিক মেহেদী পত্রিকার স্টাফ রিপোর্টার শাখাওয়াত হোসেন, সিবিসি নিউজের প্রতিনিধি মো: একরাম, জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি দিদারুল ইসলাম কাজল, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো: সোহেল, দৈনিক আমাদের কক্সবাজারের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, সাংবাদিক সংসদের সদস্য রমজান সিকদার, ফটো সাংবাদিক সিরাজুল ইসলাম, দৈনিক মেহেদী পত্রিকার চীফ রিপোর্টার মো: মনছুর আলম, দর্পণের প্রতিনিধি মো: ইউছুপ, ফটো সাংবাদিক সাজ্জাদ হোছেন, কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি শাহাবুদ্দিন চৌধুরী, কক্সবাজার বিএনপির মহিলা নেত্রী ফরিদা ইয়াসমিন, নারী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন, যাতে আগামীর বাংলাদেশ আরও সুন্দর হয়। কক্সবাজারকে মাদকমুক্ত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার এবং সত্য সংবাদ প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে। উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে সমাজের অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দিদারুল আলম জিসান।
সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশন করলে সমাজের অগ্রগতি সম্ভব হবে- এমনটাই মত দেন উপস্থিত অতিথিরা।