রিয়াজ উদ্দিন,সদর প্রতিনিধি, কক্সবাজার।
“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য নিরাপদ খাদ্য” এ ভিশনকে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিনিয়ত বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা পরিষদে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি-২০২৩ এর আয়োজন করা হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো: আখতার মামুন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ সাজ্জাদ, কক্সবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, অনুষ্ঠানের মূল প্রবন্ধক হিসেবে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কক্সবাজার-এর নিরাপদ খাদ্য অফিসার মোঃ নাজমুল ইসলাম সহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কক্সবাজার এর অফিসারবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার ৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।