
সরওয়ার সাকিব :
দেশের প্রতিটি জেলায় একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ধারাবাহিকতায় নতুন ছয় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার,নড়াইল ও বরগুনায় একটি করে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
পর্যটন নগরীতে কক্সবাজার বিশ্ববিদ্যালয়’ স্থাপনের জন্য সুপারিশ প্রদানে খবরে কক্সবাজারের মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কক্সবাজারবাসীর দীর্ঘদিনে এই দাবী কক্সবাজার বিশ্ববিদ্যালয় করার সুপারিশের অনুমোদনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিল পরবর্তীতে সংক্ষিপ্ত পথসভা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন,সাধারণ সম্পাদক মারুফ আদনান,কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনির হোসেন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীরা অনেকে অসচ্ছল তাদের আর কষ্ট করে চট্রগ্রাম, ঢাকায় গিয়ে পড়ালেখা করতে হবে না।
এসময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বলেন,কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী ছিল কক্সবাজারে একটি বিশ্ববিদ্যালয়ের। বর্তমান সরকার সেই সপ্ন বাস্তবায়নে রূপ দিচ্ছে।
একজন্য কক্সবাজারের মানুষ প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন,প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পরেছে। আওয়ামী লীগ সরকারের এই উন্নয়নে ধারাবাহিকতা রক্ষা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে প্রস্তুত ছাত্রলীগ।
কক্সবাজার বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশে সাধারণ শিক্ষার্থীরাও বেশ খুশি।
এ জাতীয় আরো খবর..