
সংবাদ বিজ্ঞপ্তি:
বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (র.) এর উফাত দিবস উপলক্ষে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) কক্সবাজার বায়তুশ শরফের বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল (ফাতেহা-এ-ইয়াজদহুম) অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান মেহমান থাকবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসূল (সা:) আল্লামা সৈয়্যদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
ইছালে ছওয়াব মাহফিল সফল করতে শুক্রবার (২০ অক্টোবর) বাদে মাগরিব কক্সবাজার বায়তুশ শরফ মসজিদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন উপকমিটির দায়িত্বশীলদেরকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
প্রবীন আলেমে দ্বীন মাওলানা শফিক আহমদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও মাহফিল উদযাপন পরিষদের আহ্বায়ক এম এম সিরাজুল ইসলাম।
সভায় বক্তব্য দেন, সহ-সভাপতি আরিফ উল মাওলা চৌধুরী, হাজী ফরিদুল আলম, রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম কামাল হোসেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ওমর ফারুক, শাহ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক
মাওলানা নজরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, অধ্যাপক জহিরুল ইসলাম, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক সৈয়দ করিম, মাওলানা মুজিবুল হক বেলাল, আনজুমনে নওজুয়ানে সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
মাহফিলের প্রস্তুতি প্রসঙ্গে এম এম সিরাজুল ইসলাম জানান, বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (র.) এর উফাত দিবস উপলক্ষে ইছালে ছওয়াব মাহফিল সফল করতে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন কমিটির দায়িত্ববৃন্দ কাজ শুরু করে দিয়েছেন।
২৭ নভেম্বর, শুক্রবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত খতমে কুরআন, খতমে সূরা আনআম, খতমে খাজেগান, খতমে তাহলিল, খতমে বোখারী সন্ধ্যা ৬টা থেকে জিকির মাহফিল, দস্তারবন্দী (হাফেজদের পাগড়ি প্রদান) অনুষ্ঠান। এরপর বিশিষ্ট আলেমগণ আলোচনা করবেন।
পরের দিন ২৮ নভেম্বর, শনিবার সালাতুত তাহাজ্জুদ, জিকির মাহফিল, মিলাদ, তওবা ইসতিগফার, বায়াত। সবশেষে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (পীর সাহেব, বায়তুশ শরফ)।
মাহফিলে দ্বীনদার, ঈমানদার সকল মুসলমানকে আমন্ত্রণ জানিয়েছেন এম এম সিরাজুল ইসলাম।
এ জাতীয় আরো খবর..