আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিলেন আবদুল মাজেদ। এসময় ৪ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ সাথে ছিলেন।
আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচন।জেলা নির্বাচন অফিসের ঘোষিত তপশীল মতে আজ (১৬ মে)মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদ প্রার্থী আবদুল মাজেদ এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে দুপুরে (১:৩০মি:)জেলা নির্বাচন অফিসে গিয়ে উপজেলা নির্বাচন কমিশনার শিমুল শর্মার হাতে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী আবদুল মাজেদ গণমাধ্যমকর্মীদের বলেন, ৪ নং ওয়ার্ডের সাধারন মানুষের সমর্থন নিয়ে আগামী ১২ জুন অনুষ্ঠিত্ব নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধীতা করার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি এবং আজ (১৬ মে) এলাকার মুরব্বিদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছি।
তিনি ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করে সালাম জানিয়েছেন।