আগামী ১২ই জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী মাবু বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন। ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালে তিনি কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়া, কুমিল্লা পাড়া, জামাইপাড়া এবং ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, কুতবদিয়াপাড়া ও নাজিরাটেক এলাকায় ঈদ শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন। এই সময় সর্বস্তরের জনগণ ফুল দিয়ে বরণ করে নেন মাহাবুবুর রহমানকে। জামাইপাড়া এলাকায় নারীরা মাহবুবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে স্মার্ট পৌরসভা বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে সকালে তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে সকল আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, প্রফেসর আব্দুল বারী, জ্যেষ্ঠ আইনজীবী পীষুস চৌধুরী ও নুর আহমদসহ বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এইসময় মসজিদ কমিটি, সমাজ কমিটি, আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।