কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডে সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতে ইসলামি সহযোগী সদস্য সমাবেশ।
২৯ নভেম্বর (শুক্রবার) টেকপারা সরকারী প্রথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামাতে ইসলামি সহযোগী সদস্য সমাবেশে সভাপতিত্ব করেন চার নাম্বার ওয়ার্ডের সভাপতি মোস্তাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি শামসুদ্দীন ইবনে হুসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শাখার সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।তিনি তার বক্তব্যে বলেন, আমরা পবিত্র কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই। মানবতার সেবা, রাষ্ট্র পরিচালনা যৌগ্য লোক তৈরী ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের স্লোগান কে সামনে রেখে দীর্ঘ ১৭ বছর পর আমরা আপনাদের সামনে আসতে পেরে মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নির্যাতন নিপিড়ন সহ্য করে জামাতের নেতা কর্মীরা ইসলাম থেকে একবিন্দু পরিমান পিছনে যায়নি। আমরা বিশ্বাস করি মানুষের তৈরী সংবিধান মুসলিম জাতির জন্য শান্তি ও শুভকামনা বইয়ে আনতে পারবেনা। মানব জাতির জন্য আল্লাহর সংবিধান প্রয়োজন তা হল পবিত্র আল কোরআন। বাংলাদেশের জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়াটা মূখ্য বিষয় নয় পবিত্র কোরআনকে সংসদে নিয়ে যাওয়াটা আমাদের মূখ্য বিষয়। এই বাংলাদেশে যুগে যুগে যারা রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষমতায় গিয়েছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত ছিল, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কেউ চেষ্টা করেনি।তাই রাষ্ট্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর দেয়া সংবিধান পবিত্র কোরআনে আলোকে রাষ্ট্র গঠন করতে হবে আর কোরআনকে সংসদে নিয়ে যেতে হলে বাংলাদেশ জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসা একান্ত জরুরী।
সমাবেশ আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার শহর শাখার সেক্রেটারি আব্দুর রহিম নূরী,কক্সবাজার শাখার নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী, কক্সবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইদুল আলম,কক্সবাজারের সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল আলম বাহাদুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামের সাংগঠনিক সম্পাদ দরবেশ আলী মোঃ আরমান, কক্সবাজারে পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সাবেক জামাত নেতা বিশিষ্ট সমাজসেবক মমতাজুল ইসলাম,কক্সবাজার শ্রমিক কল্যাণ ফেডারেস সহ সভাপতি আমিনুল ইসলাম হাসান ও কক্সবাজার জেলা শাখার আইন বিষয় সম্পাদক জাফরুল্লাহ ইসলামাবাদী।