সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে, আরবান গভর্ন্যান্স এন্ড সিটি ডেভেলাপমেন্ট প্রজেক্ট (ইউডিসিজিপি), এল,জি,ই,ডি ও কক্সবাজার পৌরসভার আয়োজনে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মেয়র সালাউদ্দিন সেতু। বিশেষ অতিথি ছিলেন ইউডিসিজিপি’র প্রকল্প পরিচালক মোঃ গোলাম মোস্তফা।
সভায় কক্সবাজার পৌরসভায় ‘কঠিন বর্জ্য ব্যবস্থপনা’ বিষয়ক উপ-প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত প্রভাবের বিষয়ে এবং কক্সবাজার পৌরসভায় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নের লক্ষে আলোচনা করা হয়।
এই সময় প্যানেল-২ ওমর সিদ্দীক লালু, প্যানেল-৩ ইয়াছমিন আকতার, কাউন্সিলর যথাক্রমে হেলাল উদ্দিন কবির, রাজ বিহারী দাশ, মিজানুর রহমান, এম,এ, মনজুর উপস্থিত ছিলেন।