শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজার-টেকনাফ সড়কে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত: প্রতিবাদে ব্যারিকেড, আগুন ও গাড়ি ভাংচুর

এম আর আয়াজ রবি, বিশেষ প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৭৯ বার পঠিত

এম আর আয়াজ রবি, বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার-টেকনাফ সড়কে হাইওয়ে পুলিশের ধাওয়া খাওয়া কাভার্ডভ্যানের চাপায় মুফিজ নামের এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে দেড় ঘণ্টা ধরে সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা। এসময় কাভার্ডভ্যান ভাঙচুর চালিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। উত্তেজিত স্থানীয়রা রাস্তায় ব্যারিকেড দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে ক্ক্সবাজার ও টেকনাফ থেকে আগত শত শত গাড়ির গতিপথ বন্ধ করে দেয়।

সোমবার ( ০২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মিঠাছড়ির ইউনিয়নের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৮ টার দিকে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নিহত মুফিজ প্রকাশ গোরামিয়া (৫৫) মিঠাছড়ি এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও রামু মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ভুট্টোর বরাতে জানা যায়, রামু ক্রসিং হাইওয়ে পুলিশের একটি টহল দল একটি কাভার্ডভ্যান পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত চলে আসলে, হাইওয়ে পুলিশ ঐ কাভার্ডভ্যানকে ধাওয়া করলে মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়াভেলাকায় এসে ভিক্টিম মুফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ ব্যক্তি মারা যান। ঘটনার প্রতিবাদে কাভার্ডভ্যানটি ভাঙচুর করে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এসময় ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের টহল দলটি। উত্তেজিত জনতা পুলিশকে হামলা করে ধাওয়া করলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান।

স্থানীয়রা বলেন, হাইওয়ে পুলিশের টহল দল সড়কে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে থাকে। এবারও তাই হয়েছে। পরে রামু থানার পুলিশের ওসি ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়ক অবরোধ তুলে নেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মো. দেওয়ান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মিজবাহ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার অফিসিয়াল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs