ভয়াল ২৯শে এপ্রিল ১৯৯১ এর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল করেছে কক্সবাজার জেলা পরিষদ।
শনিবার ২৯শে এপ্রিল বিকেলে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল।
এতে চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস ভুট্টো, জেলা পরিষদ সদস্যসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আবদুল কাইয়ুম। গণমাধ্যম কর্মী ও ক্রীড়া লেখক-সংগঠক আনোয়ার হাসান চৌধুরী কর্তৃক ইন্টারনেটে প্রেরিত বার্তায় উপরোক্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।