মঈন উদ্দিন মুরাদ, কক্সবাজার:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশ ব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার – প্রচারণা অংশ হিসেবে ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া গুজব প্রতিরোধ করতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকাল ০৬ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উক্ত স্মার্ট কর্নার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয় কবির বিন আনোয়ার। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সকল উন্নয়ন কর্মকান্ড সারাদেশ ব্যাপী দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে দিতে স্মার্ট মুজিব কর্নার কাজ করবে।ফলে সাধারণ জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের সকল সুফল ও উন্নয়ন কর্মকান্ড দেখে সাধারণ মানুষ আগামী নির্বাচনে নৌকা মার্কা তথা আওয়ামী লীগকে নির্বাচিত করতে ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁও আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী -কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক,কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাস,তাপস রক্ষিত,ফরহাদ ইকবাল, জসিম উদ্দিন চেয়ারম্যান প্রমুখ।